সৈয়দ জামিল আহমেদ, তাঁর প্রায় প্রতিটি প্রযোজনায় মঞ্চ ও পরিকল্পনার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার ছাপ রেখেছেন। তাঁর এই দীর্ঘদিনের ব্যবহারিক ও তত্ত্বীয় অভিজ্ঞতা এবং পদ্ধতিগত শিক্ষা ভবিষ্যৎ নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশের নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস কে সামনে রেখে; সৈয়দ জামিল আহমেদের তত্ত্বাবধানে স্পর্ধা-র ‘অভিনয় কর্মশালা’ শুরু হচ্ছে। ভবিষ্যৎ অভিনেতা/অভীনেত্রী এমনকি পরিচালক, ডিজাইনারও এই কর্মশালার দ্বারা ব্যাপকভাবে উপকৃত হতে পারেন।
‘আমেরিকানরা যাকে ‘মেথড অ্যাক্টিং’ বলে আর স্তানিস্লাভস্কি যাকে অভিনয় ‘পদ্ধতি’ বা ‘সিস্টেম’ বলেন, সেই ধারণা প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে পরিষ্কার করাই আমাদের লক্ষ্য! । আমাদের উদ্দেশ্য স্তানিস্লাভস্কির অভিনয় পদ্ধতির প্রথম পর্ব ‘এক্সপেরিয়েন্সিং’ বিষয়ে অভিনেতাকে দক্ষ হতে সাহায্য করা।
বর্তমান সময়ে নাট্যচর্চার সাথে যুক্ত সংকটগুলো নিরন্তর চিহ্নিত করতে ‘স্পর্ধা’ সবর্দাই সচেষ্ট রয়েছে এবং অনবরত খুঁজে চলেছে এর উত্তরণের পথ।
The Dumb Waiter– Harold Pinter, Macbeth– William Shakespeare, The Stronger– August Strindberg এবং আমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
এই কর্মশালাতে অংশগ্রহন করেছিলেন তানভীর আহমেদ, আশনা হাবিব ভাবনা, সিফাত নওরিন বহ্নি, আফরান নিশো, জোপারী লুসাই, আইশা খান, মারশিয়া মেহনাজ শাওন, শারমিন আক্তার শর্মী, ইশতিয়াক নাসির, সরওয়ার জাহান উপল, আয়শা মারজানা এবং নাজিফা তুষি । স্পর্ধা’র পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন। ধন্যবাদ জানাই ডিজাইনার সাফিয়া সাথী’কে উনার স্টুডিও ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য। আগামীতে এমন আরো কর্মশালা ও শিক্ষনের সুযোগ নিয়ে আমরা ফিরে আসবো। পরবর্তী কর্মশালার তথ্যের জন্য চোখ রাখুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
The Dumb Waiter– Harold Pinter, The Stronger– August Strindberg, Macbeth– William Shakespeare এবং আমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম