‘স্তানিস্লাভস্কি’র পদ্ধতির আলোকে অগ্রবর্তী নাট্য প্রশিক্ষণ
‘স্পর্ধা : ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ বর্তমান সময়ে নাট্যচর্চার সাথে যুক্ত সংকটগুলো নিরন্তর চিহ্নিত করতে সচেষ্ট রয়েছে এবং খুঁজে চলেছে এর উত্তরণের পথ। অনেক সংকটের মধ্যে একটা বড় সংকট পেশাগত দক্ষতার অভাব। এই সংকট মোকাবেলায় সামান্য প্রচেষ্টা হিসেবে আমরা ‘নাট্য প্রশিক্ষণ কর্মশালা’ আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি Advanced Acting Workshop: Stanislavski’s System.
‘আমেরিকানরা যাকে ‘মেথড অ্যাক্টিং’ বলে আর স্তানিস্লাভস্কি যাকে অভিনয় ‘পদ্ধতি’ বা ‘সিস্টেম’ বলেন, সেই ধারণা প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে পরিষ্কার করাই আমাদের লক্ষ্য! এই কোর্সের বিষয়বস্তু পূর্ববর্তী পোষ্টের সংযুক্তিতে দেয়া আছে । আমাদের এবারের উদ্দেশ্য স্তানিস্লাভস্কির অভিনয় পদ্ধতির প্রথম পর্ব ‘এক্সপেরিয়েন্সিং’ বিষয়ে অভিনেতাকে দক্ষ হতে সাহায্য করা।
© spardhaitc 2022 All Rights Reserved.