advanced acting workshop: stanislavski’s system

‘স্তানিস্লাভস্কি’র পদ্ধতির আলোকে অগ্রবর্তী নাট্য প্রশিক্ষণ
‘স্পর্ধা : ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ’ বর্তমান সময়ে নাট্যচর্চার সাথে যুক্ত সংকটগুলো নিরন্তর চিহ্নিত করতে সচেষ্ট রয়েছে এবং খুঁজে চলেছে এর উত্তরণের পথ। অনেক সংকটের মধ্যে একটা বড় সংকট পেশাগত দক্ষতার অভাব। এই সংকট মোকাবেলায় সামান্য প্রচেষ্টা হিসেবে আমরা ‘নাট্য প্রশিক্ষণ কর্মশালা’ আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি Advanced Acting Workshop: Stanislavski’s System.

our mission

‘আমেরিকানরা যাকে ‘মেথড অ্যাক্টিং’ বলে আর স্তানিস্লাভস্কি যাকে অভিনয় ‘পদ্ধতি’ বা ‘সিস্টেম’ বলেন, সেই ধারণা প্রায়োগিক অনুশীলনের মাধ্যমে পরিষ্কার করাই আমাদের লক্ষ্য! এই কোর্সের বিষয়বস্তু পূর্ববর্তী পোষ্টের সংযুক্তিতে দেয়া আছে । আমাদের  এবারের উদ্দেশ্য স্তানিস্লাভস্কির অভিনয় পদ্ধতির প্রথম পর্ব ‘এক্সপেরিয়েন্সিং’ বিষয়ে অভিনেতাকে দক্ষ হতে সাহায্য করা।

advanced acting workshop: stanislavski’s system 2022

বর্তমান সময়ে নাট্যচর্চার সাথে যুক্ত সংকটগুলো নিরন্তর চিহ্নিত করতে ‘স্পর্ধা’ সবর্দাই সচেষ্ট রয়েছে এবং অনবরত খুঁজে চলেছে এর উত্তরণের পথ।
এরই ধারাবাহিকতায়, আয়োজিত হয়েছিলো ২১৫ ঘন্টা ব্যাপী ‘স্তানিস্লাভস্কি’র পদ্ধতি আলোকে অগ্রবর্তী নাট্য প্রশিক্ষণ – কর্মশালা। বিগত ২৯ অক্টোবর গুলশানে যার সমাপনী পর্ব অনুষ্টিত হয় আমন্ত্রিত কিছু দর্শকের সামনে চারটি খন্ড প্রদর্শনী দিয়ে।
এই কর্মশালাতে অংশগ্রহন করেছিলেন তানভীর আহমেদ, আশনা হাবিব ভাবনা, সিফাত নওরিন বহ্নি, আফরান নিশো, জোপারী লুসাই, আইশা খান, মারশিয়া মেহনাজ শাওন, শারমিন আক্তার শর্মী, ইশতিয়াক নাসির, সরওয়ার জাহান উপল, আয়শা মারজানা এবং নাজিফা তুষি । স্পর্ধা’র পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন।
ধন্যবাদ জানাই ডিজাইনার সাফিয়া সাথী’কে উনার স্টুডিও ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য।
আগামীতে এমন আরো কর্মশালা ও শিক্ষনের সুযোগ নিয়ে আমরা ফিরে আসবো। পরবর্তী কর্মশালার তথ্যের জন্য চোখ রাখুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

showcasing scene-works 2022

reharcel scene-works 2022

© spardhaitc 2022 All Rights Reserved.